নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তিনি বহিরাগত, তাই এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায় না, তিনি নিখোঁজ। তাঁর নামে এই অপবাদ ঘোচাতে অভিনব পন্থা নিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
প্রসঙ্গত গত পরশুই সাংসদের নামে নিখোঁজের পোস্টার পড়েছিল দুর্গাপুর মহকুমা আদালত ভবন চত্বরে। এলাকায় তাঁর খোঁজ মিলছে না বলে ওই পোস্টারে দাবি করা হয়। শুক্রবার সেই আদালত ভবন চত্বরের সামনেই একটি খাবার হোটেলে দলীয় কর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজে সারলেন সাংসদ আলুওয়ালিয়া। পাশাপাশি জানিয়ে গেলেন তিনি বহিরাগত নন দুর্গাপুরের ভূমিপুত্র।
এদিন পোস্ত দিয়ে ভাত খেতে খেতে সাংসদ বলেন, “কেউ কানা থাকে কেউ অন্ধ থাকে কেউ মন থেকে দেখে কেউ চোখ থেকে দেখে। কেউ আবার না দেখার ভান করে। যেখান থেকে আমার ছবি ডাউনলোড করেছে সে যদি আমার বায়োডাটা দেখে নিত তাহলে আমাকে আর বহিরাগত বলতো না। আমার জন্ম বর্ধমান জেলায়, আমার শিক্ষা এই জেলায়। কে এই পোস্টারটা লাগিয়েছে তার নামও জানি। সে ওই পোস্টার লাগিয়ে সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। দুদিন পরে তাকে ফোন করে তার বাড়িতেও যাব চা খেতে। তাকে বলবো তার বউকে বলব তার বাচ্চাকে বলবো যে আমার চেহারা তো তোমরা দেখনি তাই আমার চেহারা তোমাদের দেখাতে এলাম।” পাশাপাশি তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী “মানুষ আপন টাকা পর, যতো পারিস মানুষ ধর” উল্লেখ করে বলেন, “আমার কাজ হল মানুষ ধরা, ছেলেধরা কাজ নয়। মানুষ ধরা মানে মানুষকে ভালোবেসে তারে আপন করে নেওয়া। এটা চিরকাল করে এসেছি। ৩৪ বছর ধরে সংসদে আছি, সাদা কাপড় পড়ি, কোনো জায়গায় দাগ নেই। আশা করছি ভগবানের কৃপায় কোনো দাগ হবে না।”