সংবাদদাতা,বাঁকুড়াঃ- সম্প্রতি আধার বায়োমেট্রিক চুরি করে একাউন্ট থেকে টাকা লোপাটের নতুন পন্থা অবলম্বন করছে সাইবার প্রতারকরা। হাতের ছাপ চুরি করে ব্যাংক থেকে উধাও করে দিচ্ছে হাজার হাজার টাকা। কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে উঠে আসছে এরকম বেশ কয়েকটি ঘটনা। আর এই অভিনব পন্থায় গ্রাহক জানতেই পারছেন না কখন তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হওয়ার ম্যাসেজ আসার পর গ্রাহক জানতে পারছেন বিষয়টি। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় এই ধরণের ঘটনা বেশী ঘটছে। এবার এই একই ভাবে অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলেন বাঁকুড়ার ওন্দার বাসিন্দা বিশ্বরূপ ঘোষ নামে এক যুবক। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও হয়ে যায় প্রায় দশ হাজার টাকা। বিশ্বরূপ জানান শুক্রবার রাত দশটার সময় তার কাছে একটি মেসেজ আসে। এবং সেই ম্যাসেজ থেকে তিনি জানতে পারেন তার অ্য়াকাউন্ট থেকে ৯৮০০ টাকা কেটে নেওয়া হয়েছে। শনিবার তিনি বাঁকুড়া সাইবার থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন।
সাইবার বিশেষজ্ঞদের মতে এই প্রতারণার হাত থেকে বাঁচতে সবথেকে ভালো উপায় হল আধারে নথিভুক্ত নিজের বায়োমেট্রিক লক করে রাখা। আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে প্রথমত প্লে স্টোর থেকে এম আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নিজের আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করে সেখান থেকে বায়োমেট্রিক লক করার অপশনে গিয়ে লক করতে হবে। এছাড়া আধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও বায়োমেট্রিক লক করা যায়।