স্বর্ণদীপ বাগ,ঝাড়গ্রামঃ– পুজোর আগেই নবান্ন অভিযান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের আশা কর্মীরা। ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবি দাওয়া নিয়েই এই অভিযান বলে জানিয়েছেন আন্দোলন আশাকর্মীরা।
প্রসঙ্গত ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে আশা কর্মী ইউনিয়ন। ইউনিয়নের রাজ্য সহ সভাপতি সুস্মিতা মাহাতো এদিন বলেন, “প্রধান মন্ত্রী জি-২০ করে সোনা রূপার থালার উপহার দিচ্ছেন, অপরদিকে রাজ্যের মুখযমন্ত্রী বিধায়কদের ৪০ হাজার টাকা ভাতা ভাতা বৃদ্ধি করছেন। অথচ আমাদের ভাতা সাড়ে চার হাজার থেকে আর বাড়ছে না। কিন্তু আমাদেরকে সরকারি সব কাজে ব্যবহার করা হচ্ছে আবার কোনো ছুটি নেই। সরকারের যাবতীয় কাজ আমরা করছি কিন্তু কোনোরকম সরকারি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আগামী অক্টবরে আমরা গোটা রাজ্যের আশা কর্মীরা নবান্ন অভিযান করবো।” এরপরেও সরকার কোনো পদক্ষেপ না নিলে কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি।
এদিন ঝাড়গ্রামের আশাকর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে পথে নামেন ও ঝাড়গ্রাম সিএমওএইচের কাছে একটি স্মারকলিপি জমা দেন।