নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:– অগ্নিকাণ্ডের এক দিন পরই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করলো দুর্গাপুরের ফরেনসিক বিভাগ। উল্লেখ্য, সোমবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে হঠাৎই আগুন লাগে দুর্গাপুরের এডিডিএ’র কার্যালয়ের তিনতলায়। তড়িঘড়ি দমকল কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুনে ভষ্মীভূত হয়ে যায় এডিডিএ’র তিনতলায় রাখা সমস্ত নথি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণে আনতে ডিএসপি, অণ্ডাল বিমানবন্দর ও ডিভিসির দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অবশেষে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে পুরো ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ ওঠে। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের নেতা বিধায়করা। এমনকি দমকলের তরফেও এডিডিএর অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করেনি বলে দাবি করা হয়। বিভিন্ন মহল থেকে ওঠে তদন্তের দাবি। তদন্তের কথা জানিয়েছিলেন এডিডিএ-তে সদ্য যোগ দেওয়া মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্করও । অবশেষে অগ্নিকাণ্ডের পরদিনই এডিডিএ অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করল দুর্গাপুরের ফরেনসিক বিভাগ। এদিন সকালে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিভাগে ৫ সদস্যের এক প্রতিনিধি দল এডিডিএ কার্যালয়ে পৌঁছয়। এছাড়াও দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
অন্যদিকে জনগণকে পরিষেবা দিতে এডিডিএ’র কার্যালয় চত্বরেই এডিডিএ’র পক্ষ থেকে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। ওই ক্যাম্পে এডিডিএ’র আধিকারিক ও কর্মীরা উপস্থিত রয়েছেন। এডিডিএ’তে বিভিন্ন কাজে আসা মানুষজনকে তারা প্রাথমিক পরিষেবা দিচ্ছেন। এছাড়াও ভস্মীভূত হয়ে যাওয়া তিনতলায় পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।