eaibanglai
Homeএই বাংলায়ভয়ে শিশুদের শিক্ষাকেন্দ্রে পাঠাচ্ছেন না অভিভাবকরা

ভয়ে শিশুদের শিক্ষাকেন্দ্রে পাঠাচ্ছেন না অভিভাবকরা

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রামঃ- শিশু শিক্ষাকেন্দ্রে নিরাপদে নয় শিশুরা। এমনটাই দাবি অভিভাবকদের, তাই ভয়ে শিশুদের শিক্ষাকেন্দ্রে পাঠাচ্ছেন না অনেকেই। ঘটনা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রের।

আসলে এই শিশু শিক্ষা কেন্দ্রটির এমনই ভগ্নদশা দেখলে যে কারও ভয় ধরবে। শিক্ষাকেন্দ্রের বাড়িটির চারিদিকে ফাটল, অনেক জায়গায় দেওয়াল ও ছাদ ধসে পড়েছে, বৃষ্টি হলেই জল পড়ে। অন্যদিকে স্কুলের দরজা জানালা খেয়েছে উই পোকাতে। স্কুলে তিনটি মাত্র কক্ষ , সবকটি কক্ষেরই একই ছবি। যে কোনও সময় বাড়িটি ধসে পড়ে বড়সড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। তাই অনেকেই ভয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না।

অভিভাবকরা জানাচ্ছেন বিগত কয়েক বছর ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে শিশু শিক্ষাকেন্দ্রটি। শিশু শিক্ষাকেন্দ্রটির শিক্ষিকাদের অভিযোগ প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো রকম সুরাহা পান নি তারা। প্রধান শিক্ষিকা জানান এবার কিছু ব্যাবস্থা গ্রহন না করলে খুদেদের নিয়ে গাছের তলায় বসতে হবে।

অন্যদিকে বিষয়টি নিয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ দেখা না গেলেও চলছে রাজনৈতিক তরজা। শিশুশিক্ষাকেন্দ্রটির এই বেহাল দশার জন্য স্থানীয় বিজেপি নেতৃত্ব দায়ী করছে শাসক দল তৃণমূলকে। আবার তৃণমূল এই বেহাল দশার জন্য় দায়ি করছে শিশুশিক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments