নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ– দিন রাত সামাজিক সুরক্ষা প্রদান করছেন পুলিশ কর্মীরা। দায়িত্ব কর্তব্যে অনড় থেকে দিনের পর দিন কাজ করে যান ওঁরা। উৎসব অনুষ্ঠানে আর পাঁচ জন যখন আনন্দে মেতে ওঠেন তখন ওনারা সকলের সুরক্ষার জন্য কাজ করে যান। তাই তাদের সুস্থ থাকাও অত্যন্ত প্রয়োজন। পুলিশ কর্মীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বাঁকুড়া জেলা পুলিশ। বিডিজি মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেডের সহযোগীতায় ও বড়জোড়া থানা, বড়জোড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল এই স্বাস্থ্য শিবির। বৃহস্পতিবার বড়জোড়া থানায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। অ্যাডিসনাল এসপি (হেডকোয়ার্টার) সিদ্ধার্থ দর্জি বাঁকুড়া, এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (প্রশাসন) উত্তম মিত্র বাঁকুড়া, ডিএসপি (ট্রাফিক) সন্দীপ মাল বাঁকুড়া, ওসি, বড়জোড়া টিজি এবং বিডিজি মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বড়জোড়া আইসি অর্ণব গুহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান ।
বড়জোড়া পিএস এবং বড়জোড়া টিজি-র ভিপি, নাগরিক, ড্রাইভার মেনিয়াল স্টাফ সহ মোট প্রায় ৩০০ জন পুলিশ কর্মী এদিনের শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।