নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার বহুতলে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আগুন নিয়ন্ত্রণে আনতে ড্রোনের ব্যবহারের কথা ভাবছে রাজ্য দমকল বিভাগ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে জেলাতেও শুরু হবে। পাশাপাশি রাজ্যের দমকলের পরিকাঠামোর উন্নয়নের জন্য রাজ্য সরকার তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে । শুক্রবার দুর্গাপুর দমকলকেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এমনটাই জানালেন দমকলের ডিজি রণবীর কুমার।
প্রসঙ্গত গত সোমবার গভীর রাতে দুর্গাপুরে অবস্থিত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার সম্পত্তি ও বহু গুরুত্বপূর্ণ নথি। এরপরই দুর্গাপুরের দমকল ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার শহরে পৌঁছান রাজ্যের দমকলের ডিজি রণবীর কুমার। দমকল আধিকারিকদের সাথে আলোচনার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং দুই বর্ধমানের বহুতল নির্মাণকারী সংস্থার পরিকাঠামো ঠিক আছে কিনা সেই বিষয়গুলি নিয়েও খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি দুর্গাপুর দমকল কেন্দ্রটিকে হাইড্রোলিক ল্যাডারের স্টেশন করা হবে বলেও এদিন জানান তিনি। তবে ড্রোন দিয়ে আগুন নেভানোর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে আছে। ড্রোন যে উচ্চতায় উঠে সে ক্ষেত্রে হাইড্রলিক ল্যাডারের আর দরকার পড়বে না।”