eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর আদালতের রায়ে ৪৫ বছর পর বেদখল জমি উদ্ধার

দুর্গাপুর আদালতের রায়ে ৪৫ বছর পর বেদখল জমি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর আদালতের রায়ে প্রায় ৪৫ বছর পর বেদখল হওয়া জমি উদ্ধার হল। জমি ফিরে পেল মামলাকারী দুর্গাপুরের নায়েক পরিবার। প্রসঙ্গত ১৯৭৭ সালে আসানসোল আদালতে জমি বেদখল হয়ে যাওয়ার মামলা করেন দুর্গাপুরের বাসিন্দা গোরাচাঁদ নায়েক। নায়েক পরিবার সূত্রে জানা দুর্গাপুরের শরৎপল্লী এলাকায় নায়েক পরিবারের শরিকি চার বিঘা জমি ছিল। সেই জমি সমান দুভাগে ভাগ হয় গোরাচাঁদ নায়েক এবং শ্যামদাস নায়েকের মধ্যে। কিন্তু অভিযোগ গোরাচাঁদ নায়েকের দুবিঘা জমি থেকে চার কাঠা জমি কল্যাণী নন্দী নামে একজনের কাছে বিক্রি করে দেন শ্যামদাস নায়েক। এরপরই জমি ফেরতের দাবি জানিয়ে আদালতে মামলা করেন গোরাচাঁদ। কিন্তু তিনি জীবিত থাকতে মামলার নিস্পত্তি হয়নি। তার মৃত্যুর পর তার ছেলেরা দুর্গাপুর আদালতে মামলা এনে মামলা চালিয়ে যান। অবশেষে প্রায় ৪৫ বছর শুক্রবার গোরাচাঁদ নায়েকের পক্ষে রায় দেয় আদালত।

স্বর্গীয় গোরাচাঁদ নায়েকের ছেলে অজিতেশ নায়েক এদিন বলেন, “আদালতের রায়ে স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশের হস্তক্ষেপে হারানো জমি উদ্ধার করা গেছে।” আইনজীবী প্রদীপ সাধু জানান, “আমরা হাল ছাড়িনি। মামলায় জয়ী হওয়ার আশাতেই প্রয়োজনীয় নথিপত্র দিয়েই মামলা চালিয়ে গেছি। এখনও পর্যন্ত জমির মূল্য নির্ধারণ করা না গেলেও কিছুদিনের মধ্যেই ভ্যালুয়ারকে দিয়ে জমির মূল্য নির্ধারণের কাজ হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments