নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি লাগু করা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ সরব হয় বাম শ্রমিক সংগঠন সহ একাধিক শ্রমিক সংগঠন। এবার বায়োমেট্রিক হাজিরা লাগু করার প্রতিবাদে একযোগে আন্দোলন শুরু করল সাতটি শ্রমিক সংগঠন। সোমবার সকালে ডিএসপি মেইন গেটের ভেতরে সাতটি ইউনিয়নের নেতৃত্ব এইচ.এম.এস, এ.আই.ইউ.টি.ইউ.সি, এ.আই.টি.ইউ.সি, বি.এম.এস, আই.এন.টি.ইউ.সি, আই.এন.টি.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউ প্রমুখ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি একযোগে বিক্ষোভ সমাবেশ করে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি লাগু করার প্রতিবাদ জানায় এবং অবিলম্বে পুরনো পদ্ধতি খাতায় সই করে হাজিরা পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানায়। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ কোনোরকম আলাপ আলোচনা ছাড়াই কর্তৃপক্ষ শ্রমিকদের উপর বলপূর্বক এই সিস্টেম লাগু করতে চাইছে।পাশাপাশি বায়োমেট্রিক হাজিরা পদ্ধতিকে সরাসরি বেতন পদ্ধতির সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। শ্রমিকদের অভিযোগ এর ফলে বেতন নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। শ্রমিকদের দাবি বেতনের অধিকার থেকে তাদের অনৈতিকভাবে বঞ্চিত করছে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ যা বেআইনি।