সংবাদদাতা,আসানসোলঃ– ঝাড়খণ্ডের অবৈধ লটারির কারবারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসানসোলের কুলটি থেকে চারজনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ। জানা গেছে ধৃতরা বেশ কিছুদিন ধরেই পুলিশের চোখে ধূলো দিয়ে কুলটি অঞ্চলে ঝাড়খণ্ডের অবৈধ লটারির কারবার চালাচ্ছিল।
ধৃতরা হল সচিন মাঝি(৪০) পুরুলিয়ার নিতুড়িয়া থানার অন্তর্গত শালতোড়ের বাসিন্দা, দিলীপ ওয়াল(৫৫) আসানসোলের ডিসেরগড়ের চাচা পুকুর অঞ্চলের বাসিন্দা,সূরজ নুনিয়া(৩০) আসানসোলের সীতারামপুর অঞ্চলের বাসিন্দা ও অভিজিৎ মাঝি (৩৬) আসানসোলের কুলটি রাধানগর অঞ্চলের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করার পাশাপাশি ঝাড়খণ্ড লটারির ২০ বাণ্ডিল জাল টিকিটও উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে কুলটি থানার পুলিশ ।