সংবাদদাতা,আসানসোলঃ– নিম্নচাপের ভারী বৃষ্টির জেরে অবশেষে জল ছাড়ল ডিভিসি। প্রথম দফাতেই প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। যার জেরে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
প্রসঙ্গত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবারও ঝাড়খণ্ডের ওপরেই রয়েছে। যার জেরে ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ হচ্ছে। জানা গেছে, পরিস্থিতি সামলা দিতে সোমবার সকাল পর্যন্ত পাঞ্চেত থেকে ৫৫ হাজার ও মাইথন থেকে ৪৫ হাজার অর্থাৎ সবমিলিয়ে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সোমবার রাতেই এই জল দুর্গাপুর ব্যারাজে পৌঁছবে। এরপর দুর্গাপুর ব্যারাজ থেকে সেই জল ছাড়া হবে।
অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এখনই দুর্বল হবে না এই নিম্নচাপ। বরং আগামী তিনদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কোনও কোনও জেলায় টানা ৩-৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ফলে ডিভিসি আরও জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে নিম্ন দামোদর উপত্যকায়।