নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের প্রেরণা ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন স্বাদের গান শোনালেন প্রতিভাময়ী সংগীত শিল্পী বর্ণালী চট্টোপাধ্যায় এবং তাঁর কাছে প্রশিক্ষিত বিভিন্ন বয়সী কয়েকজন শিক্ষার্থী। উপভোগ্য এই আসরে শিল্পীর সঙ্গে যন্ত্রসঙ্গীত সহযোগিতা করলেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, বুকান দেব, নীলোৎপল মন্ডল ও মানস মিশ্র। অনুষ্ঠানে দুর্গাপুরের বিশিষ্ট কন্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য ও বাচিক শিল্পীদের ‘প্রেরণা সম্মান’ প্রদানের মাধ্যমে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। তাদের মধ্যে ছিলেন বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, শংকর ঘোষ,সুব্রত মুখোপাধ্যায়, শ্যামাপদ মুখোপাধ্যায়, হৃদয় সাঁই,আনন্দিতা রায়, সূর্য ভট্টাচার্য্য সহ আরো অনেক শিল্পী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবদাস সেন এবং কাকলি রায়। সামগ্রিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়।