eaibanglai
Homeএই বাংলায়টানা বৃষ্টিতে জলের তলায় শিলাবতী নদীর কজওয়ে, বন্ধ যাতায়াত

টানা বৃষ্টিতে জলের তলায় শিলাবতী নদীর কজওয়ে, বন্ধ যাতায়াত

সংবাদদাতা, বাঁকুড়াঃ– নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার একাধিক এলাকা। বহু জায়গায় নদীর জল বেড়ে ডুবে গেছে নদী পারাপারের সেতু বা কজওয়ে। তার মধ্যে অন্যতম সিমলাপালের লক্ষীসাগর সংলগ্ন পাথরডাঙ্গা-ভেলাইডিহা শিলাবতী নদীর উপর সেতুটি। ফলে লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চরম সমস্যায় পড়েছেন সিমলাপাল ও তালডাংরা ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ।

বুধবার সকালে গিয়ে দেখা যায়, কজওয়ের উপর দিয়ে জল বইছে। বিপদ এড়াতে প্রশাসন জলমগ্ন কজওয়ের ওপর দিয়ে যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। স্থানীয়রা জানান এই রাস্তা দিয়ে সিমলাপাল এলাকার একটা বড় অংশের মানুষ যাতায়াত করেন। বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগেরও সহজ মাধ্যম এই রাস্তা। এই অবস্থায় মানুষকে দূর্ভোগের হাত থেকে বাঁচাতে একটি চওড়া ও উঁচু সেতুর দাবি জানান তারা।

প্রসঙ্গত, ২০০১ সালে বাম আমলে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা এলাকায় শিলাবতী নদীর উপর ওই কজওয়ে তৈরি হয়। উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী উপেন কিস্কু। কিন্তু অভিযোগ প্রতিবছরই একাধিকবার জলের তলায় ওই সেতু চলে যাওয়ায় চরম সমস্যায় পড়েন ওই এলাকার অসংখ্য মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments