সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে অবৈধ মদের কারবারের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় এক হাজার দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোমদোহা এলাকায় এক বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে দেশি বিদেশি মদের বোতল উদ্ধারের পাশাপাশি চন্দন দাস নামে বছর ২৫ এর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত যুবক ঝাড়খণ্ডের মিহিজামের বাসিন্দা। তবে ডোমদোহা এলাকার ওই বাড়ি থেকে অবৈধ মদের কারবার চালাত সে। ওই বাড়িতে মদের বোতল জমায়েত করে তা অন্য রাজ্যে পাচার করা হতো। অন্যদিকে ওই বাড়ির প্রকৃত মালিকও ঝাড়খণ্ডেরই এক বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।