eaibanglai
Homeএই বাংলায়নদীর জলস্তর বেড়ে ডুবেছে অস্থায়ী সেতু, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

নদীর জলস্তর বেড়ে ডুবেছে অস্থায়ী সেতু, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

সংবাদদাতা,আসানসোলঃ– টানা বৃষ্টিতে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে ডিভিসি জল ছাড়ায় দামোদর নদের জলস্তর বেড়ে আসানসোলে তলিয়ে গেল কাঠের সেতু। এই সেতু দিয়েই পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া দুই জেলার মানুষ সহজে যাতায়াত করে। এদিকে সেতুটি জলের তলায় তলিয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বর্ষায় ভয়াবহ হয়ে ওঠা নদী নৌকায় পারাপার করছেন দুই জেলার সাধারণ খেটে খাওা মানুষ। ঝুঁকি নিয়ে একটি ছোট নৌকাতে যাতায়াত করছে প্রায় ৭০-১০০জন। ফলে যে কোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। নৌকা চালক থেকে শুরু করে যাত্রীদের কথায় ” বাড়ির লোকদের বলে আসি ফেরার আশা কোরো না।”

প্রসঙ্গত কাজের তাগিতে তথা পেটের টানে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার প্রায় হাজার পাঁচেক মানুষের যাতায়াত কাঠের ওই অস্থায়ী সেতু দিয়ে। অন্য পথ দিয়ে যেতে হলে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। অভিযোগ দীর্ঘ দিনের দাবি থাকা সত্ত্বেও ওই অস্থায়ী সেতু আর পাকা সেতু হয়ে ওঠেনি। তাই এলাকার মানুষ এখন প্রাকৃতিক এই দুর্যোগ কবে বন্ধ হবে আর আবার ওই অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করা যাবে সেদিকেই তাকিয়েই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments