নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে গণধর্ষণের শিকার আদিবাসী কিশোরী। ঘটনা কাঁকসার কুলডিহার আদিবাসী পাড়ার। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই কিশোরী। ঘটনার তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কাঁকসার কুলডিহার আদিবাসী পাড়ার দুই কিশোরী জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। কাঠ কুড়াতে কুড়াতে বিকেল হয়ে যায়। অভিযোগ বিকেলে বাড়ি ফেরার পথে দুই কিশোরীর পথ আটকায় এলাকার চার যুবক। দু’জনের মধ্যে এক কিশোরী কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজনকে আটকে রাখে ওই যুবকের দল এবং ধর্ষণ করে। অন্য কিশোরীর কাছে খবর পেয়ে নির্যাতিতার বাবা জঙ্গলে ছুটে যায় কিন্তু অভিযুক্ত চার যুবক নির্যাতিতার বাবাকেও মারধর করে বলে অভিযোগ। এমনকি পুলিশকে বিষয়টি জানালে গ্রাম ছাড়া করার হুমকি দেয় অভিযুক্তরা। এরপর কোনওক্রমে ওই নির্যাতিতা কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন নিযাতিতার বাবা। হাসপাতাল থেকে খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পাশাপাশি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। অন্যদিকে অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে পুলিশ ও অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে। শুক্রবার ধৃত চারজনকেই মহকুমা আদালতে পেশ করা হয়।
এদিকে আদিবাসী নাবালিকার গণধর্ষের খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার পাড়া প্রতিবেশী সহ গ্রামের মানুষ। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে।



