eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুজোয় বাজি বিক্রি ও বাজি ফাটানো নিয়ে কড়া প্রশাসনিক পদক্ষেপ

দুর্গাপুজোয় বাজি বিক্রি ও বাজি ফাটানো নিয়ে কড়া প্রশাসনিক পদক্ষেপ

সংবাদদাতা,আসানসোলঃ- এবার দুর্গাপুজোয় বাজি বিক্রি ও বাজি ফাটানো নিয়ে কড়া পদক্ষেপ নিলো সালানপুর ব্লক প্রশাসন। শুক্রবার সালানপুর বিডিও অফিস কার্যালয়ে বিষয়টি নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুরের বিডিও অদিতি বসু, জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ, সালানপুর থানার আধিকারিক অমিত হাটি, রূপনারায়পুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হক, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা সহ সালানপুর ব্লকের ব্যাবসায়ী এবং পূজা কমিটির সদস্যরা। এছড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ সদস্যা বেবি মণ্ডল,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

এদিনের এই বৈঠকে জানানো হয় এই বছর বাজি বিক্রি করতে হলে বিশেষ অনুমতি নিতে হবে এবং প্রশাসনের ঠিক করা জায়গায় সেই বাজি বিক্রি করতে হবে। এছাড়া গ্রিন ক্রেকার ছাড়া কোনো রকম বাজি বিক্রি করা যাবে না। এলাকার ব্যাবসায়ীরা ও পূজা কমিটির সদস্যরা প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে সহমত জানান।

এর পাশাপাশি প্রশাসনের তরফে পূজা কমিটিগুলিকে পূজা মণ্ডপে ডেঙ্গু ও সাইবার ক্রাইম নিয়ে একটি করে সচেতনতা ব্যানার লাগানোর নির্দেশ দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments