eaibanglai
Homeএই বাংলায়শৌর্য জাগরণ যাত্রার রথ পৌঁছল আসানসোলে

শৌর্য জাগরণ যাত্রার রথ পৌঁছল আসানসোলে

সংবাদদাতা,আসানসোলঃ- শুক্রবার রাতে শৌর্য জাগরণ যাত্রার রথ পৌঁছল আসানসোলে। এদিন রাতে রথ সাঁকতোড়িয়া অঞ্চলের ছিন্নমস্তা মন্দিরে অবস্থান করে এবং শনিবার সকালে রানীগঞ্জ, দুর্গাপুর হয়ে কলকাতা উদ্যেশে রওনা দেয়।

প্রসঙ্গত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ দলের পক্ষ থেকে সারা ভারত জুড়ে শৌর্য জাগরণ যাত্রার আয়োজন করা হয়েছে। দিন ১৫ আগে থেকেই দেশ জুড়ে চলছে এই কর্মসূচি। কিন্তু রাজ্য প্রশাসন প্রথমে এই কর্মসূচির অনুমতি দেয়নি। অবশেষে গত শুক্রবার অনুমতি মেলায় বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শৌর্য অভিযান যাত্রার রথ তার পথ চলা শুরু করে এবং বাঁকুড়া ও পুরুলিয়া অতিক্রম করে রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলের ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে পৌঁছয়।

আগামী ৮ অক্টোবর এই শৌর্য অভিযান যাত্রা শেষ হবে কলকাতার রাণী রাসমনি রোড়ে । বিশ্ব হিন্দু পরিষদের তরফে গৌতম সরকার জানান, দক্ষিণবঙ্গ জুড়ে মোট তিনটি রথ অংশ নিয়েছে এই শৌর্য জাগরণ যাত্রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments