সঙ্গীতা চৌধুরী, তারকেশ্বরঃ- স্বামীজীর আদর্শ ছিল জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান আছে, স্বামীজির সেই আদর্শের কথা মাথায় রেখে প্রতিবছর তারকেশ্বরের শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে দুর্গা পুজো উপলক্ষে গরীব বাচ্চা ও মায়েদের নতুন বস্ত্র দেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হয় নি। ৮ই অক্টোবর, রবিবার সকালে তাই দুর্গা পুজো উপলক্ষে শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের স্বামী কাশীকানন্দ মহারাজ ১০৪ জন গরীব বাচ্চার হাতে নতুন বস্ত্র দান করলেন। পুজো উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি হয়ে উঠলো বাচ্চারা, এই কাপড় নিয়ে তারা কী করবে? জিজ্ঞেস করা হলে হাসিমুখে তারা বলল পুজোয় পরবো। তবে বাচ্চাদের নতুন বস্ত্র আজ দেওয়া হলেও মায়েদের নতুন বস্ত্র দেওয়া হবে আগামী ১৫ই অক্টোবর।
এই সেবা পূজা সম্পর্কে তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের স্বামী কাশীকানন্দ মহারাজ বললেন,“আজ দুর্গা পূজা উপলক্ষে ১০৪ জন বাচ্চাদেরকে নতুন বস্ত্র দান করা হয়। তাদেরকে চন্দন পরিয়ে, ফুল দিয়ে আরতি করে, তাদের শ্রদ্ধা জানানো হয়। কারণ তাদের মধ্যেও ভগবান আছে, সেই ভগবানকে উপলব্ধি করেই আমরা বস্ত্র দান করি। ঠাকুর, মা, স্বামীজীর আশীর্বাদ ও ভক্তদের সহযোগিতার জন্যই আমরা স্বামীজীর আদর্শে কাজ করতে পারছি।”