সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে শহর কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল শুরু করেন। তারপর থেকে প্রতি বছর জাঁকজমক করে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয় কলকাতা শহরে। যেখানে শহর ও শহরতলির সব বড়বড় পুজো কমিটিগুলি অংশগ্রহন করে। সব বড় পুজোর ট্যাবলো এসে মিলিত হয় এই কার্নিভালে যা দেখতে ভিড় জমান শহরের প্রচুর মানুষ। এরই মধ্যে গত বছর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজের তকমা পাওয়ায় পর শহর কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন জেলায় মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলার পুজোর কার্নিভালটি অনুষ্ঠিত হয় শিল্প শহর দুর্গাপুরে। এই বছর এই কার্নিভাল আসানসোলে অনুষ্ঠিত হতে পারে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
রবিবার সকালে এই কার্নিভাল নিয়ে প্রাথমিক স্তরে পরিকল্পনা করতে এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। আসানসোল শহরের জিটি রোডের রবীন্দ্র ভবন লাগোয়া বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় এলাকা এদিন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা ঘুরে দেখেন। ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস, আসানসোলের মহকুমাশাসক ( সদর) অভিজ্ঞান পাঁজা, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) কুলদীপ সোনেয়াল, এসিপি (ট্রাফিক ২) প্রদীপ মণ্ডল, আসানসোল দক্ষিণ থানা (পিপি) সঞ্জীব দে সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে ডিসিপি (সেন্ট্রাল) পরে বলেন, “দুর্গাপুজো কার্নিভাল বিষয়টি মন্ত্রী মলয় ঘটক দেখছেন। বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। আগামী ১১ অক্টোবর বুধবার এই বিষয়ে একটা বৈঠক করা হবে।” তিনি আরো বলেন, “এদিন বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় এলাকাটি পরিদর্শন করা হলো। পরে গোটা বিষয়টি আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে।”