সংবাদদাতা, কালনাঃ- সদ্যোজাত সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে শ্বাসনালীতে দুধ আটকে গিয়ে মারা গেল এক শিশু। ঘটনার পর কালনার বৈদ্যপুর মোড়ের ইভল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। কালনার সমুদ্রগড় এর বাসিন্দা তৃষিতা দত্ত হালদার গত ৩১ শে জানুয়ারি কালনার ইভল্যান্ড নার্সিংহোমে এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই বাচ্চাকে গতকাল ওই নার্সিংহোমে কর্মরত আয়া দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে তা আটকে গিয়ে মারা যায় শিশুটি। তারপরই ক্ষোভে ফেটে পড়েন ওই শিশুর পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে কালনা থানা নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত শিশুর পরিবার। তাদের অভিযোগ কম পয়সায় উপযুক্ত ট্রেনিং ছাড়া আয়া নিযুক্ত করার কারণেই আয়ার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই শিশুর। তারপরই আজ সকাল বেলায় অভিযোগ দায়ের করেন মৃত শিশুর পরিবার। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।