সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার সারেঙ্গার চিংড়া গ্রামের রাবনবাঁধে সরিষা ক্ষেতের বেড়া তে আটক একটি পূর্ণ বয়স্ক হরিণ। সেটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রাম বাসীরা। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই হরিণটিকে দেখতে ভিড় জমায় গ্রামের সাধারণ মানুষ। বৃহস্পতিবার ভোরে জমিতে গিয়ে জমির মালিক দেখেন জমির বেড়ার মধ্যে আটকে রয়েছে হরিণটি। তারপরই সেটিকে উদ্ধার করে তিনি নিয়ে আসেন বাড়িতে। ওই হরিণ দেখতে ভীড় জমান স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে যান সারেঙ্গা রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লালগড় বনাঞ্চল থেকে এই এলাকায় ঢুকে পড়েছে হরিণটি।