সংবাদদাতা, পান্ডবেস্বর- পিকনিককে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা ও তার জেরেই মৃত্যু হল এক ইসিএল কর্মীর। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরে অজয় নদীর ধারে। মৃতের নাম হরিহর বাদ্যকর (৪৫)। রামনগর ডোমপাড়ার বাসিন্দা হরিহর ইসিইএলের পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে কর্মরত ছিলেন। জানা গেছে, রবিবার পাণ্ডবেশ্বর পঞ্চপাণ্ডব মন্দিরের কাছাকাছি অজয় নদের ধারে অনেকেই এসেছিল পিকনিক করতে। তার মধ্যে একটি দল ছিল টোটো চালকের দল ও একটি ইসিএল কর্মীর দল। পিকনিক চলাকালীন আচমকাই ওই দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, সেই সময় অন্য একটি দল ঝামেলা থামানোর চেষ্টা করতে গেলে তাদের সাথে বচসা বেঁধে যায় ইসিএল কর্মীদের। ওই মারামারির ও বচসায় মাঝে পরে যান হরিহরবাবু। যার ফলে তিনি গুরুতর আঘাত পান ও তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। সাথে সাথে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঐ গ্রামে পুলিশ পৌঁছায়। পরে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।