eaibanglai
Homeএই বাংলায়বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলো জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠন

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলো জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠন

সঙ্গীতা চ্যাটার্জী:- ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’-এই কথাটিকেই প্রতি মুহূর্তে সার্থক রূপদান করে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরীতে অবস্থিত জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষা সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ ক্রীড়া মানবসেবা সবটাই জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের মধ্যে পড়ে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা মাথায় রেখে গতকাল ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই স্বেচ্ছাসেবী সংগঠন একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে এবং সেটি কে বনদপ্তর এর হাতে তুলে দেয়।

খেজুরীর বালিবস্তি গ্রাম থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট|জোনাকির এক সদস্য সেক খৈরুল কচ্ছপটিকে উদ্ধার করে জোনাকির হাতে তুলে দিলে, জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠন সেটিকে খেজুরী ফরেস্ট অফিসে বিট আধিকারিক মাননীয় শুভদীপ চ্যাটার্জী মহোদয়ের উপস্থিতিতে নিরাপদ স্থানে মুক্ত করে দেয় আর এইভাবে আরো একবার নিজেদের পরিবেশ সচেতনতা ও দেশপ্রেমের নজির রাখল জোনাকি স্বেচ্ছাসেবী সংগঠন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments