eaibanglai
Homeএই বাংলায়পুলিশের সাঁড়াশি চাপের মুখে শিশু ফেলে পালালো অপহরণকারীরা

পুলিশের সাঁড়াশি চাপের মুখে শিশু ফেলে পালালো অপহরণকারীরা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- গত ১৭ই জুন রবিবার সন্ধ্যায় দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরীর তিলক রোড ময়দান সংলগ্ন এলাকা থেকে এক দম্পতির দ্বারা অপহরণ করা হয় দু বৎসর বয়সের এক শিশু কন্যা নাম সুমিত্রা সাহু। ওই শিশুটি তখন তার দিদা ও বড় দুই বোনের সঙ্গে খেলা করছিলেন তিলক রোড সংলগ্ন ময়দানে । উপস্থিত জনতা মোটরসাইকেলে অপহরণকারীদের তাড়া করলেও তাদের নাগাল পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্গাপুর আসানসোল সহ পার্শ্ববর্তী সমস্ত থানা গুলিকে সতর্ক করা হয় এই অপহরণ ঘটনার ব্যাপারে। স্থানীয় এলাকার দোকান ও পার্শ্ববর্তী যেখানেই সিসিটিভির ছবি পাওয়া গিয়েছে তা দেখে প্রাথমিক তদন্ত শুরু করে দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রায় ৩৬ঘন্টা পর আজ সন্ধ্যা সাড়ে নটা নাগাদ শরৎচন্দ্র এভিনিউ রাস্তার ধারে তিলক রোড ময়দানের কোণাতে দুটি মোটরসাইকেল এসে থামে এবং তার থেকে নাকি ওই শিশু কন্যাকে নামিয়ে তৎক্ষণাৎ চম্পট দেয় এলাকা ছেড়ে । এবারও উপস্থিত জনতা তাদের ধাওয়া করলেও শেষ পর্যন্ত অপহরণকারীরা পালাতে সক্ষম হয়। শিশু অপহরণ কাণ্ডে এই নায়া মোড় আসার ফলে রহস্য আরো ঘনীভূত হয়েছে। যদিও এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিশুটির উদ্ধার হওয়ার পর।

অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়ে ছোট্ট ওই শিশু কন্যা এখন পারিবারিক সুরক্ষায় রয়েছে। এই অপহরণ কাণ্ডে পুলিশের ভূমিকার ভুসি প্রশংসা করেছে ইস্পাত নগরীর সকল বাসিন্দা। কিন্তু এখনো পর্যন্ত অপহরণকারীদের কাউকেই পুলিশ কেন গ্রেফতার করতে পারল না সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments