সংবাদদাতা, বর্ধমানঃ- প্রতিদিনের মতো আজও কাজের যোগ দিতে যাওয়ার জন্যে কালনার আইমা পাড়া গ্রামে অটো ধরার জন্যে দাঁড়িয়ে ছিল আট জন দিন মজদুর। কালনার দিক থেকে বর্ধমান মুখী একটি লরি দ্রুত গতিতে গিয়ে প্রথমে একটি ছোট্ট বাড়ি তে ধাক্কা মারে। তার পর সজোড়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা আট জনকে। ঘটনা স্থলে মৃত্যু হয় প্রতিমা ক্ষেত্রপাল নাম এক মহিলার। এছাড়া মহিলা পুরুষ সহ চারজন আহত হয়। আহতদের কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। মহিলার মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা থানার পুলিশ দেহটি কালনা মর্গে পাঠিয়েছে।