নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আবারও দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। অসমর্থিত সূত্র মারফত জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নং ব্লাস্ট ফার্নেস থেকে গলিত লোহা হট ল্যাডেলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায়। ওই সময় ওই রাস্তার উপরেই রেললাইন রিপেয়ার করার কাজ করছিলেন বেশ কয়েকজন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক। গলিত লোহার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি আরো তিনজন ঠিকা শ্রমিক গুরুতর রূপে ঝলসে গিয়েছে বলে জানা গেছে সূত্র মারফত।
আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ডিএসপি হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক থাকায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটজনক বলে সূত্র মারফত জানা গেছে। এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম মন্তব্য করা হয়নি এই ঘটনার সম্বন্ধে। তবে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সরব হয়েছেন বারবার দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার কারণ নিয়ে। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানায় আবারও দুর্ঘটনা হওয়ার পর নড়েচড়ে বসেছে শ্রমিক সংগঠনের কর্মকর্তারা ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা বলে জানা গেছে। প্রায় দিনই দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার কবলে পড়ছে ঠিকা শ্রমিক কর্মীরা। এদিন আবারও দুর্গাপুর ইস্পাত কারখানায় এহেন বড় দুর্ঘটনার কবলে ঠিকা শ্রমিকদের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে।