eaibanglai
Homeএই বাংলায়চলন্ত ট্রেনে বৃদ্ধাকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, ধৃত এক প্রৌঢ়

চলন্ত ট্রেনে বৃদ্ধাকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, ধৃত এক প্রৌঢ়

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের রাজ্যে অ্যাসিড হামলার ঘটনা। এবার চলন্ত ট্রেনে এক বৃদ্ধাকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার হাবড়া ষ্টেশনের। জানা গেছে, স্বর্ণলতা বেপারী(৭৫) নামে এক বৃদ্ধা, তার বাড়ি গোবরডাঙ্গা থানার মসলন্দপুর বেলেডাঙ্গা এলাকায়। দীর্ঘদিন ধরেই ফুলের ব্যবসা করেন তিনি। সেইমতো বুধবার সকালে হাবড়া কালীমন্দির এলাকায় নিত্যদিনের মতো ট্রেনে চেপে ফুল বিক্রি করার জন্য আসছিলেন। এক কলা ব্যবসায়ী হাবরা থানার অন্তর্গত কামারথুবা এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাস নামে প্রৌঢ়ও ওই বৃদ্ধার সঙ্গে একই ট্রেনে চেপে কলা বিক্রি করার জন্য বাজারে আসেন। বুধবারও একই ট্রেনে পাশপাশি বসে ব্যবসার কাজে আসছিলেন তারা। অভিযোগ, চলন্ত ট্রেনের মধ্যেই আচমকায় ওই বৃদ্ধ পাশে বসে থাকা বৃদ্ধাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। যন্ত্রণায় ওই বৃদ্ধা চিৎকারে আশেপাশে হতচকিত যাত্রীরা অভিযুক্ত ওই বৃদ্ধকে ধরে ফেলে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে তড়িঘড়ি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত মনোরঞ্জন দাস নামে ওই বৃদ্ধকে হাবড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই অভিযুক্তকে ৩০৬ ধারায় মামলা দায়ের করে বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তবে রাজ্যে বা দেশে এইধরনের অ্যাসিড হামলার ঘটনা এই প্রথম নয়। বহুবার বহু কম বয়সী তরুণী থেকে শুরু করে মহিলা ও সাধারণ মানুষ অ্যাসিড হামলার শিকার হয়েছে। সরকারী তরফে খোলাবাজারে অ্যাসিড বিক্রি ও মজুতও বেআইনি ঘোষণা করা হয়েছে। কিন্তু নজরদারির অভাবে সেই নিষেধাজ্ঞার আড়ালেও যে বেআইনিভাবে অ্যাসিড বিক্রি ও কেনা চলছে তা এই ঘটনা থেকে আরও একবার পরিষ্কার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments