সংবাদদাতা, দুর্গাপুর:– সোমবার আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী জানান আসানসোল দুর্গাপুরের বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তিনি জানান, দুর্গাপুরের সিটি সেন্টারে দোকান উচ্ছেদের পর তাদের দোকান ঘর দেওয়া হয়েছে কিন্তু কিছু ব্যাবসায়ী দোকান ঘর ভাড়া দিয়ে পুনরায় সিটি সেন্টারে দোকান করছে বলে অভিযোগ পাবার পর তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে সব বাতিল হয়ে যাবে। এডিডিএর পক্ষ থেকে দুর্গাপুরের ৮ টা জায়গায় ফ্রী পার্কিং করা হয়েছে কিন্তু সেখানেও পয়সা নেবার অভিযোগ পাবার পর সাবধান করা হয়েছে। তিনি আরো জানান এডিডিএ জমি বিক্রি করে না কোন জমি কেনার আগে কাগজ পরীক্ষা করার আবেদন করেন।