সংবাদদাতা, বাঁকুড়াঃ- আদিবাসীদের বসন্ত উৎসব হলো বাহা সাঁওতাল জন জাতির আরেক জনপ্রিয় উৎসব হলো বাহ বাহা শব্দের অর্থ হল ফুল আর বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে এই উৎসবকে বসন্ত উৎসব বলা হয়ে থাকে। বসন্ত ঋতু এলে গাছে গাছে নতুন ফুল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শিমুল, পলা্ সাল প্রকৃতি নিজে রূপে প্রকাশ করে আদিবাসী সাঁওতাল এরা বসন্তের বরণ করে নেয়। তাদের নিজস্ব ঐতিহ্য বাহা পরব কে দিয়ে তারা মনে করে আদিকাল থেকে অরণ্য ছিল তাদের জীবন অরণ্য তাদের লালন করে এসেছে অরণ্য অনেক বৃক্ষ থেকে খাদ্য সৃষ্টি হতো সেই বৃক্ষকে দেবতা মনে করে আর অরণ্য লালিত জীবনকে যেন রক্ষা পায়। এই প্রার্থনাই আদিবাসী জনজাতি উৎসবে মেতে ও। আজ বাঁকুড়া চম্পা কেয়ারী তে আদিবাসী মানুষজন এই বাহা উৎসব তিনদিন ধরে পালন করবে আজ থেকে শুরু সেখানে তাদের মূল মন্ত্র সমাজের সমস্ত ধর্মের মানুষজন সুখ শান্তিতে থাকুক এটাই তাদের প্রার্থনা তার সঙ্গে নিজেদের সৃষ্টি কৃষ্টি কেউ ধরে রাখা। এই নতুন প্রজন্ম শহরের ফাঁকা আদিবাসী সম্প্রদায়ের কাছেও এটা একটা অন্যতম উৎসব।