eaibanglai
Homeএই বাংলায়নির্বাচনী ফলাফলের পূর্বে রাজ্যে বাড়ছে দুষ্কৃতি কার্যকলাপ

নির্বাচনী ফলাফলের পূর্বে রাজ্যে বাড়ছে দুষ্কৃতি কার্যকলাপ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বিজেপি করার অপরাধ, আর সেই অপরাধের জেরে এক যুবককে ভাঙা মদের বোতল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৫ নং চড়াবিদ্যা গ্রামের। পরিবারের বক্তব্য, লোকসভা ভোটে বিজেপির হয়ে ভোট প্রচার এবং বিজেপিকে ভোট দিয়েছিল বাবলু সরদার নামে ওই যুবক। অভিযোগ তারই প্রতিশোধ নিতে সোমবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বাবলু সর্দার নামে ওই যুবককে একা পেয়ে বেধড়ক মারধর করে, মদের বোতল ভেঙে ধারালো কাঁচের বোতল দিয়ে শরীরে একাধিক আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আহতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। অভিযোগ, ওই বৃদ্ধা তার ভাইপো ও বৌমাকে তারই একটি জমি থাকার জন্য দিয়েছিলেন, কিন্তু কাকাকে না জানিয়েই ওই যুবক জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করে নেয়। এই খবর জানতে পেরে জমির মালিক নারায়ণ মণ্ডল তার ভাইপোর কাছে গেলে বৌমা ও নাতি তার ওপর চড়াও হয়। তাকে লাঠি, ঝাঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বেধড়ক মারের জেরে বৃদ্ধ অচেতন হয়ে পড়ে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় বৌমা ও নাতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাসন্তীর চুনাখালী পূর্ববয়ার সিং পাড়া এলাকার। মৃতের নাম ধনঞ্জয় সরদার(৫২)। মঙ্গলবার জলাশয়ে মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় বাসন্তী থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments