সোমনাথ মুখার্জি, পান্ডবেশ্বরঃ- সিএএ ও এনআরসির বিরোধিতায় তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে আন্দোলনে শনিবার পান্ডবেশ্বর ব্লকে এক প্রতিবাদ মিছিল করা হয়। পরে এক সভাও হয়। সেই মিছিলে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও বিধায়ক তথা জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে প্রচুর সংখ্যায় দলের কর্মী ও সমর্থকের হাজির ছিলেন। পরে এক সভায় জিতেন্দ্র তেওয়ারি বলেন, রাজ্যের বিভিন্ন ব্লকে সিএএ ও এনআরসির বিরোধিতায় ১ ও ২ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল করা হবে। আমরা জেলা পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরীর প্রতি কৃতজ্ঞ যে তিনি পান্ডবেশ্বর ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। জেলা পর্যবেক্ষক সভায় বলেন, দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ৩৪২ টি ব্লকে সিএএ ও এনআরসির বিরোধিতার মিছিল করা হচ্ছে। সেইমতো এখানে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে মিছিল করা হয়েছে। সেই মিছিলে মহিলা, যুব ও ছাত্র সহ সব স্তরের মানুষেরা অংশ নিয়েছেন। আমরা সবাই মিলে শপথ নিয়ে বলি, নেত্রী মমতা বন্দোপাধ্যায় সিএএ ও এনআরসির বিরোধিতায় যে আওয়াজ উঠিয়েছেন, তাকে সমর্থন করবেন। নেত্রী অসমে যখন এনআরসি কার্যকর করেছিলো, তখন থেকে তিনি তার বিরোধিতা করে আসছেন। ওখানে ১৯ লক্ষ মানুষকে তালিকা থেকে বার করা হয়। যারমধ্যে ১৩ লক্ষ হিন্দু ছিলো। তারজন্য এখন সব গভীর ভাবে বোঝার প্রয়োজন আছে।