eaibanglai
Homeএই বাংলায়কৃষি সম্পর্কে সচেতনতা ও কৃষিক যন্ত্রপাতি বিতরন কর্মসূচি

কৃষি সম্পর্কে সচেতনতা ও কৃষিক যন্ত্রপাতি বিতরন কর্মসূচি

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- আই সি এ আর এর জাতীয় পাদপ আনুবংশিক সংসাধন ব্যুরোর আয়োজনে এবং বাঁকুড়ার দলপুর আশ্রমের সহযোগিতায় বাঁকুড়া দলপুর আশ্রমে অনুষ্ঠিত হল কৃষি সম্পর্কে সচেতনতা এবং কৃষিক যন্ত্রপাতি বিতরন কর্মসূচি। তফশিলি জাতি সম্পদায় ভুক্ত কৃষকদের এই সুবিধা দানের মধ্য দিয়ে তাদের আরও বেশী করে উৎসাহিত করে কৃষি ক্ষেত্রে তারা যাতে আরও লাভোবান হতে পারেন। ভারত সরকারের কৃষি গবেষনা কেন্দ্রের মূল উদ্দেশ্যে প্রত্যন্ত গ্রামের তফশিলি জাতি ভুক্ত কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ এবং তার সাথে কৃষিজ কাজে ব্যবহারের নানান সামগ্রী সরবরাহ করে কৃষকদের সহযোগিতা করা। বাঁকুড়ার ছাতনার দলপুর জ্ঞানানন্দ স্বরসতী আশ্রমের সহযোগিতায় দুদিনের এই শিবিরে উপকৃত হলেন তফশিলি জাতির ২০০ পরিবার। দুদিনের এই শিবিরে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার। উন্নত মানের নানান বীজ কিভাবে রোপন করা হবে। কিভাবে কৃষি ক্ষেতের যন্ত্র নিয়ে ভালো ফলন ফলানো সম্ভব তাও দুদিনের কর্মসূচীতে কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের সচেতন করেন। পিছিয়ে পড়া জাতির জন্য এই ভাবনা আগামী দিনে কৃষিতে তাদের আরও বেশী করে উন্নত করতেই এই উদ্যোগ বলে জানালেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ও বিশেষজ্ঞরা। কৃষক পরিবার গুলিও এই সুযোগ সুবিধা ও কৃষিজ যন্ত্রপাতি পেয়ে আশার আলো দেখছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments