জয়প্রকাশ কুইরি, ঝালদা : ক্রমশ দখলদারদের দাপটে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাজ্য সড় । কখনো বা পথ-ঘাট খানাখন্দে ভরা । সব মিলিয়ে যানজটে বেহাল অবস্থা দাঁড়িয়েছে ঝালদা শহরের । পুরুলিয়া জেলার একমাত্র এই শহরেই সম্ভবত কোন বাস স্ট্যান্ড তৈরি হয়নি এখনো । ফলে জনবহুল এলাকাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাস গুলির যাত্রী ওঠানামা করে । এমনকি সন্ধ্যে ও ভোরের সময় ঝালদা থেকে কলকাতা গামী বাস গুলির রাস্তার উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় । গুরুত্বপূর্ণ পুরুলিয়া রাঁচি রোডে এভাবে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় চূড়ান্ত সমস্যায় পড়তে হয় শহরের মানুষ কে । এলাকার বাসিন্দাদের অভিযোগ গ্রামাঞ্চল থেকে যেসব সাধারণ মানুষ ঝালদা ই আসেন তাদের সাইকেল বা মোটরসাইকেল রাখার মতো কোন জায়গা শহরে নেই। ফলে রাস্তার উপরে গাড়ি সাইকেলে রেখেই তারা বাজারের কাজকর্ম করেন। এতে সমস্যা আরও বেড়ে যায়। প্রতি মঙ্গলবার ঝালদা শহরের হাট তলায় একটি হাট বসে। সেই হাটে কোটশিলা, জয়পুর, আরসা, বাগমুন্ডি, সিরকাবাদ প্রভৃতি এলাকা থেকে প্রচুর মানুষ আসেন এর ফলে সমস্যা আরও বেড়ে যায় । এমনিতেই ঝালদা শহর এখন ঝালদা মহকুমা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মহাকুমা হয়েছে। ফলে শহরের যানজটের মত একটি সমস্যা দিনের-পর-দিন চেপে বসে থাকায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন প্রশাসনিক কর্তারা ও ঝালদা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কর্মকার বলেছেন ঝালদা শহরের সত্যভামা বিদ্যাপীঠ থেকে হাটতলা অবধি রাস্তা অনেক চওড়া করা হয়েছে , কিন্তু পি ডব্লিউডি যদি এ বিষয়ে উদ্যোগ নেয় তাহলে আরো ভাল হবে ।
ঝালদা ক্রমশ দখলদারদের দাপটে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাজ্য সড়ক
RELATED ARTICLES