সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় ঢুকে,টোল কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ। টোল কর্মীদের একাংশ জানিয়েছেন, টোল প্লাজার মধ্যে তৃণমূলের একটি গোষ্ঠী তৈরি হয়েছে, যারা নিজেদের মতো করে টোল প্লাজা কে চালানোর চেষ্টা করছে। সেই নিয়েই দ্বন্দ্ব।
জানা গেছে ডিউটি করা নিয়ে টোল কর্মীদের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্ধ মেটাতে পান্না ঘোষ কয়েকজন টোল কর্মীকে বেশ কিছুদিন আগে হুমকি দেয়। বিষয়টি অন্যান্য ট্রোল কর্মীরা তৃণমূলের উচ্চ নেতৃত্বকে জানায়। অভিযোগ এরপরই এদিন সকালে তৃণমূল নেতা পান্না ঘোষ দল বল নিয়ে টোল কর্মীদের ওপর চড়াও হয়। তৃণমূলের উচ্চ নেতৃত্বকে কেন তার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে, এই প্রশ্ন তুলে কয়েকজন টোল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
অন্যদিকে টোল প্লাজার দুই গোষ্ঠীকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধের পথ খোঁজা হচ্ছে বলে জানায়িছেন টোল প্লাজার আধিকারিকেরা।





