eaibanglai
Homeএই বাংলায়শাসক দলের মদতে পুলিশ ফাঁড়ির জমি দখলের অভিযোগ, সরব বিরোধীরা

শাসক দলের মদতে পুলিশ ফাঁড়ির জমি দখলের অভিযোগ, সরব বিরোধীরা

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– শাসক দলের মদতে পুলিশ ফাঁড়ির জমি দখলের অভিযোগ উঠল আসানসোলের কুলটিতে। বিষয়টি নিয়ে সরব বিরোধীরা বিজেপির দুই বিধায়কের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালিন পুরোনো চৌরঙ্গী পুলিশ ফাঁড়িটিকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। নতুন ভাবে তৈরি হয় নতুন চৌরঙ্গী পুলিশ ফাঁড়িটি। বর্তমানে পুরনো পুলিশ ফাঁড়িটি জাতীয় সড়কের সংযোগস্থলে রাস্তা তৈরির জন্য কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ শাসক দলের নেতাদের মদতে বাকি অংশটি দখল করে দোকানঘর নির্মানকাজ শুরু করেছে কিছু লোক। স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বর্মা অভিযোগ করে বলেন, “স্থানীয় বেকার যুবক যুবতীরা রাস্তার ধারে জীবিকা অর্জনে অস্থায়ী দুই একটি চায়ের দোকান গড়তে পারে। তবে রাস্তার ধারে বিশেষত জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতে জবর দখল করে স্থায়ী নির্মাণ গড়ে তোলা হচ্ছে। যা শুধু অনৈতিকই নয়, বেআইনি কাজ। সরকারি এই জমি লুঠ অবিলম্বে বন্ধ করা না হলে বিজেপির দুই বিধায়ক আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল ও কুলটির বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা হবে।”

অন্যদিকে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক দলের নেতারা। স্থানীয় তৃণমূল নেতা শুভাশীষ মুখোপাধ্যায় বলেন, “বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। তৃণমূল কখনো সরকারি জমি জবর দখলকে সমর্থন করেনা। তবে স্থানীয়রা জীবিকার স্বার্থে দু-একটি অস্থায়ী দোকান গড়ে তুলে থাকলে সেসব মানবিক দৃষ্টি ভঙ্গীতে বিচার করা হয়। এক্ষেত্রে জেলা প্রশাসন, এমভিআই দফতর বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ মাপ করে নিজেদের জমি উদ্ধার করে নিলেই হয়। সেক্ষেত্রে আমাদের কোনো বাধা থাকবেনা।”

এদিকে সোমবার, জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিত্যক্ত পুলিশ ফাঁড়ির জমিতে শুরু হওয়া নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করার আদেশ দেন। চৌরঙ্গী পুলিশ ফাঁড়ির তরফে অবশ্য পুরো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments