eaibanglai
Homeএই বাংলায়অম্বুবাচীতে প্রথা ভেঙেই পুজোপাঠ চলছে সবুজ কালী মায়ের মন্দিরে

অম্বুবাচীতে প্রথা ভেঙেই পুজোপাঠ চলছে সবুজ কালী মায়ের মন্দিরে

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- আষাঢ়ের ৭ তারিখ অর্থাৎ গত শনিবার ২২জুন থেকে শুরু হয়েছে অম্বুবাচী তিথি, থাকবে আষাঢ়ের ১০ অর্থাৎ জুনের ২৫ পর্যন্ত। এই অম্বুবাচী তিথিতে মনে করা হয় যে, এই সময় দেবীরা ঋতুমতী হন।আমাদের সমাজে একটি প্রথা আছে, যেখানে মহিলারা ঋতুমতী হলে তাদের মন্দিরে ওঠা ও পূজা করা বারণ থাকে, এ ছাড়া যে কোনো শুভ কাজে‌ও বাধা থাকে। এই প্রথা মেনেই মন্দিরের আরাধ্যা দেবীরা ঋতুমতী হলেও মন্দির বন্ধ থাকে ও ঠাকুরের মুখ ঢেকে দেওয়া হয়,বন্ধ থাকে এইসময় মন্দিরের পূজাও,তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখলো নালিকুলের সবুজকালী মন্দির।

এই মন্দিরের কমিটির সদস্যরা মনে করেন ঋতুমতী মহিলাদের পুজোপাঠে এই বাধাদান আসলে সামাজিক কু প্রথা। তাই এই সামাজিক কু প্রথার বিরুদ্ধে সরব হতেই অম্বুবাচীতে মন্দির খোলা রেখেছেন তারা।

এই মন্দিরে তাই অম্বুবাচীর সময় পূজা পাঠ করে চলেছেন সবুজ কালী মায়ের মন্দির কর্তৃপক্ষ,মন্দিরের আহবায়ক দেবজ্যোতি অধিকারী এই প্রসঙ্গে বলেন যে,“ মা কে আমরা বাড়ির মেয়ের মতো দেখি, তাই বাড়ির মেয়েকে যেমন আমরা খাওয়া বন্ধ বা তার মুখ দেখা বন্ধ করতে পারি না,তেমনই দেবীদের সাথেও এই মনভাব আমাদের দূর করতে হবে,ঋতুমতী হওয়া কোনো অচ্ছুত বা কোনো ব্যাধি নয় এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments