eaibanglai
Homeএই বাংলায়সাইবার সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা হলো আমতায়

সাইবার সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা হলো আমতায়

রিমা ঘোষ, আমতা, হাওড়া:- আমরা ডিজিটাল যুগে প্রবেশ করে আধুনিক হলেও বর্তমান যুগে সবচেয়ে বড় অভিশাপ হলো সাইবার সমস্যা। সাইবার অপরাধীরা নিত্য নতুন পদ্ধতিতে শিকার ধরছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উপতলার মানুষরাও সাইবার আক্রমণের হাত থেকে রেহাই পাননা, তাদের পাতা ফাঁদে পা দেয়। এখন আবার শুরু হয়েছে ‘ডিজিটাল এ্যারেস্ট’ নামে এক নতুন পদ্ধতি। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে আক্রান্তের ব্যাংক অ্যাকাউন্ট। তাদের জন্য সমগ্র সমাজ আজ চিন্তিত। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সমস্যার মোকাবিলায় প্রতিটি থানায় ‘সাইবার ক্রাইম শাখা’ চালু করা হচ্ছে।

সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সম্প্রতি ‘কাটস’ (CUTS) এর অনুপ্রেরণায় হাওড়ার আমতার ‘আনন্দ নিকেতন’ হলে আয়োজিত হয় সাইবার অপরাধ সংক্রান্ত এক সমাজ সচেতনতামূলক একদিনের কর্মশালা।

কর্মশালায় উপস্থিত ছিলেন ‘কাটস’ এর প্রতিনিধি, আমতা-১ও ২ নং ব্লকের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ও আমতা থানার ওসি। কর্মশালায় বিভিন্ন বক্তা বলেন, বর্তমানে সাইবার অপরাধ সমাজের কাছে একটা বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। হ্যাকারদের পাতা ফাঁদে কেউ যাতে পা না দেয় তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত শ্রোতাদের কাছে তুলে ধরা হয়। কীভাবে মানুষ এই হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবে, তার জন্য তাদের কী কী করতে হবে এবং আক্রান্তরা কী কী করলে এটা থেকে মুক্তি পাবে সেটা কর্মশালায় স্পষ্টভাবেই বুঝিয়ে দেওয়া হয়। কেউ যদি সাইবার অপরাধীদের শিকার হন তাহলে নির্বিদ্বিধায় তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ও আমতা থানার ওসি উপস্থিত শ্রোতাদের কাছে আবেদন করেন। তারা বলেন, সেক্ষেত্রে সাইবার অপরাধীদের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে এবং সমাজ থেকে এই অপরাধ দূর করা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments