eaibanglai
Homeএই বাংলায়মুরগীতে ধান খাওয়াকে কেন্দ্র করে শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা এলাকায় চাঞ্চল্য

মুরগীতে ধান খাওয়াকে কেন্দ্র করে শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা, বাঁকুড়াঃ- মুরগীতে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো মৃতার বড় বৌমা, দুই নাতনী সহ বেয়ানের বিরুদ্ধে। মৃতার নাম লতা ধাড়া (৬২)। মঙ্গলবার বাঁকুড়ার জয়পুর থানা এলাকার ঘাট শহর-শ্যামনগর গ্রামের এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার বৌমা মামনী ধাড়া সহ চার জনকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মৃতা লতা ধাড়ার বড় বৌমা মামনী ধাড়ার বাড়িতে বেশ কয়েকটি মুরগী ঢুকে পড়ে ও বাড়িতে থাকা সামান্য কিছু পরিমান ধান ঐ মুরগী গুলি খেয়ে ফেলে। এই ঘটনার পর মামনী ধাড়া গালিগালাজ করতে থাকেন। এই ঘটনার পর প্রতিবাদ করলে শাশুড়ি লতা ধাড়াকে তার বড় বৌমা, দুই নাতনী ও বেয়ান মিলে মারধোর করে ও শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে গ্রামে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিনই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।গ্রামবাসী তপন মেটে, মানু সিংরা ঘটনার বিবরণ দিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ গ্রেফতার করেছে। একই সঙ্গে গ্রামের পক্ষ থেকে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এদিন তারা সরব হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments