eaibanglai
Homeএই বাংলায়নিশি অভিযানে সাফল্য, গাঁজা ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন

নিশি অভিযানে সাফল্য, গাঁজা ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন

সংবাদদাতা, অন্ডাল:- নিশি অভিযানে সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ। একই রাতে দুই পৃথক জায়গায় অভিযান চালিয়ে অপরাধমূলক কাজের জন্য তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে অন্ডালের যোগীবাবা স্থান এলাকায়। গাঁজার লেনদেন করার সময় পুলিশের জালে ধরা পড়ে যায় দুই পাচারকারী। ধৃতদের কাছ থেকে সাড়ে বাইশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে অন্ডাল থানার পুলিশ। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম জয়প্রকাশ সাউ ও উজ্জ্বল গড়াই । উজ্জ্বল গড়াইয়ের বাড়ি বীরভূম জেলার সদাইপুর থানার ছিনপাই এলাকায় । জয় প্রকাশ সাউ অন্ডালের উত্তর বাজারের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গেছে উজ্জ্বল গড়াই জয়প্রকাশ সাউয়ের কাছে গাঁজা কেনার জন্য এসেছিল । আর সেই খবর পেয়ে গোপন সূত্রে খবর পেয়ে ওৎ পেতে ছিল পুলিশ । গাঁজা হাত বদল হওয়ার সময় হাতেনাতে পুলিশ অভিযুক্ত দু’জনকে ধরে ফেলে । শুক্রবার ধৃতদের আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয় ।

দ্বিতীয় ঘটনাটি ঘটে অন্ডালেরই উখরা গ্রামে। সেখানে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুভাষ ধীবর । বৃহস্পতিবার রাতে উখড়া গ্রামের বাউরী পাড়া থেকে সুভাষ ধীবর নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন। প্রসঙ্গত গত মঙ্গলবার উখড়া গ্রামের আনন্দ মোর সংলগ্ন শ্মশান এলাকা থেকে হরিসাধন ঘোষ ও তপন বাউরী নামে দুজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই দুই ব্যক্তিকে জেরা করেই সুভাষ ধীবরের খোঁজ পায় পুলিশ। ধৃতকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ কার হয়। পাশাপাশি ওই দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে আগ্নেয়অস্ত্র রেখেছিল জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments