সংবাদদাতা,অন্ডালঃ– সিভিক পুলিশদের গাফিলতির জেরে অন্ডাল সাউথ বাজারে জানযটের অভিযোগ উঠছে বহুদিন ধরে। সেই অভিযোগ পেয়ে শুক্রবার বাজার পরিদর্শন করলেন অন্ডাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ডক্টর এস এস চক্রবর্তী ও চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দরা। বাজার পরিদর্শন করে কর্তব্যরত সিভিক পুলিশদের সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানোর পাশাপাশি হুমকিও দিলেন তিনি।
প্রসঙ্গত অন্ডাল সাউথ বাজারে যানজট এড়াতে বাজারে আসা মানুষজনের জন্য রেলের পরিত্যক্ত জায়গাকে পরিষ্কার করে অস্থায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে অন্ডাল চেম্বার অফ কমার্স। কিন্তু অভিযোগ বাজের আসা বেশীরভাগ মানুষজনই পার্কিয়ের জন্য নির্দিষ্ট জায়াগায় গাড়ি পার্কিং না করে বাজারের মধ্যেই পার্কিং করছে। আর বিষয়টি যাদের নজরে রাখা উচিৎ সেই সাউথ বাজার মোড়ে দায়িত্বে থাকা সিভিক পুলিশরা বিষয়টি বিষয়টি পুরোপুরি উপেক্ষা করছে।
এদিন বাজার পরিদর্শনে এসে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ডক্টর এস এস চক্রবর্তী বলেন,”পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করে। কিন্তু সাউথ বাজার মোড়ে যে সিভিক পুলিশ মোতায়ন থাকে তাঁরা তাঁদের কাজ করেন না। তাই আমরা আজ এই দৃষ্টি আকর্ষণের জন্য এই পরিদর্শন করছি যাতে সিভিক পুলিশরা নিজের সঠিক দায়িত্ব পালন করেন। তাঁদের দেখা উচিত যে বাজের আসা মানুষ যাতে যেখানে সেখানে গাড়ি দাঁড় না করায়। ফাঁকা জায়গা অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে যেন গাড়ি গুলি দাঁড় করানো হয়।” সিভিক পুলিশদের উদ্দেশ্যে এই অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “এরপরও যদি তাঁরা তাঁদের নিজের নির্দিষ্ট দায়িত্ব পালন না করেন তাহলে উর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বাধ্য হব।”