eaibanglai
Homeএই বাংলায়DYFI ছাত্র নেতার স্মরণে অন্ডালে স্বেচ্ছায় রক্তদান শিবির

DYFI ছাত্র নেতার স্মরণে অন্ডালে স্বেচ্ছায় রক্তদান শিবির

সোমনাথ মুখার্জী, অন্ডালঃ মঙ্গলবার অন্ডালে র খান্দরার একটা বেসরকারী কমিউনিটি হলে হতে গেল সেচ্ছায় রক্ত দান শিবির । DYFI ছাত্র নেতা সোমনাথ সরকারের স্মৃতির উদ্দ্যেশ্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । এই শিবিরে আজ পুরুষ ও মহিলা মিলিয়ে মত ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করলেন । এই শিবিরের উদ্যোক্তা খান্দরা অঞ্চল SFI ও DYFI, এই শিবিরের শুভ উদ্বোধন করলেন SFI এর আল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি দীপ্সিতা ধর, স্টেট সেক্রেটারি সৃজন ভট্টাচার্য প্রমুখ। উদ্যোক্তারা জানান, ১৪ বছর ধরে এই শিবিরের আয়োজন চলে আসছে। তবে এবারে রক্তদাতাদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হল উদ্যোক্তাদের তরফে। বর্তমানে পৃথিবীর উষ্ণায়নের কথা ভেবে বিশেষ পুরস্কার স্বরূপ প্রত্যেককে একটা করে আম গাছের চারা ও তার সাথে প্রয়োজনীয় জৈব সার প্রদান করা হল। এই সময় ,যখন পৃথিবীকে বাঁচাতে প্রত্যেককেই গাছ লাগানোর বার্তা সরকার থেকে পরিবেশবিদদের। তাই হাতে সুন্দর গাছের চারা পেয়ে খুশি সকলেই। উদ্যোক্তারা জানান, এই রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments