সোমনাথ মুখার্জী, অন্ডাল: ফের হাতির হানায় আতঙ্ক ছড়াল অন্ডালের মদনপুর গ্রামে। শুক্রবার সকালে বাঁকুড়া থেকে দামোদর নদী পেরিয়ে একটি পূর্ণবয়স্ক হাতি মদনপুর গ্রামে ঢুকে পড়ে। সকাল থেকে গ্রাম পার্শ্ববর্তী জঙ্গলে হাতিটিকে দেখতে পান এলাকার কয়েকজন বাসিন্দা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা হাতিটির উপর নজর রাখতে শুরু করে। সন্ধ্যা নাগাদ হাতিটিকে নদীর ওপারে পাঠানোর জন্য বন দপ্তরের কর্মীরা উদ্যোগ নিলে তাড়া খেয়ে হাতিটি গ্রামের ভিতর ঢুকে পড়ে।মদনপুর পঞ্চায়েত অফিসের পাশে একটি পাঁচিল ভেঙে হাতিটি চলে আসে স্থানীয় পুবরা প্রাথমিক বিদ্যালয়ের ভিতর। তারপর স্কুলের লোহার গেট ভেঙে হাতিটি নদী পেরিয়ে ফের বাঁকুড়ার দিকে চলে যায় গভীর রাতে। স্কুলের প্রধান শিক্ষক সৃজন কুমার দত্ত জানান শনিবার সকালে বিদ্যালয়ে এসে তিনি দেখেন বিদ্যালয়ের গেট ভাঙা। এর আগেও গ্রামে একাধিকবার হাতি এসেছে, কিন্তু স্কুলে এই প্রথম বার হাতি ঢুকে পড়ল। তিনি জানান, স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের চাল মজুত রাখা থাকে, সম্ভবত সেই চালের গন্ধে হাতিটি ঢুকেছিল বলে তাঁর অনুমান। শনিবার সকালে ফের বন দফতরের কর্মীরা গ্রামে আসেন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে। স্কুল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বনদফতরের তরফে।