সংবাদদাতা,অন্ডালঃ- অভিনব উপায়ে গাড়িতে চেম্বার বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে দিল স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনা পশ্চিম বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অন্ডাল মোড়ে ভাদুর গ্রামের কাছে। পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তিন জনকে।
জানা গেছে বিপুল পরিমাণে গাঁজা পাচারের আগাম খবর পেয়ে শুক্রবার গভীর রাতে অন্ডাল মোড় সংলগ্ন ভাদুর গ্রামের কাছে ফাঁদ পাতে এসটিএফ-এর একটি বিশেষ দল। সন্দেহজনক গাড়িটি আসতে সেটি আটক করে তল্লাশি শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে গাড়ির মধ্যে কোনও গাঁজার সন্ধান পাননি এসটিএফ-এর সদস্যরা। গাড়ির মধ্যে ছিল বেশ কিছু চারা গাছ। এরপর গাড়ির ডালা দেখে সন্দেহ হয় এসটিএফ দলের সদস্যদের। তাঁরা দেখেন গাড়িটি পুরনো হলেও গাড়িটির দুদিকের ডালা গুলিতে নতুন রংয়ের প্রলেপ। এছাড়াও এক দিকের ডালাটি অপেক্ষাকৃত মোটা আকৃতির। এরপর ডালা খুলতেই তার ভিতর চেম্বার নজরে আসে তদন্তকারী আধিকারিকদের। আর তার মধ্যেই থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট। গাড়ি থেকে মোট ৪ কুইন্টাল ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো গাড়িটি গাঁজা পাচারের উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে রওনা দিয়েছিল।
গাড়িটি আটক করার পাশাপাশি গাড়ির চালক সহ তিনজনকে গ্রেফতার করে শুক্রবার রাতেই অন্ডাল থানায় পুলিশের হাতে তুলে দেয় এসটি এফ। শনিবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে পুলিশ। ওই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে বলে অন্ডাল থানা সূত্রে জানা গেছে।