নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ শনিবার রাত্রি আটটা নাগাদ অন্ডালের খান্দরা উখরা গ্রামীণ হাসপাতালে অন্ডালে র ময়রা এলাকার এক বছর ছয়ের জ্বরে আক্রান্ত এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা । ডাক্তার উদয় সরকার জানান,রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমাদের মনে হয় রোগীর আরো ভালো চিকিৎসা দরকার যা,এই গ্রামীণ হাসপাতালে সম্ভব নয়, তাই রোগীর পরিবারের লোকজনকে রোগীকে দূর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেওয়া হয়।রোগীর পরিবারের লোকজন হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা চায় । কিন্তু নিয়ম মাফিক বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা শুধু মাত্র গর্ভবতী মা ও এক বছরের শিশুদেরকেই দেওয়া হয়। এটা বলতেই রোগীর আত্মীয় স্বজনরা কিছুক্ষন পর হাসপাতালে এসে ডাক্তার দের সঙ্গে হাতা হাতিতে জড়িয়ে পড়ে। রোগীর আত্মীয়দের থেকে বাদ যায়নি হাসপাতালের কর্মরত মহিলা কর্মীরাও। তাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ ওঠে রোগীর আত্মীয় দের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অন্ডালের খাঁদরা উখরা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও কর্মীরাও আতঙ্কে রয়েছেন বলে জানান তারা । তাদের দাবী দোষী ব্যক্তিদের উচিৎ শাস্তি দিক প্রশাসন।