সোমনাথ মুখার্জী ,অন্ডালঃ ভোট গণনার আগের দিনেই ইটভাটার দখল নিয়ে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষের জেরে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল অন্ডালের খাসকাজোরা এলাকা। বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, লোকসভা ভোটের প্রাক্কালে পুলিশ প্রশাসনের কড়া নজর থেকে বাঁচতে অন্ডাল, পান্ডবেশ্বর কোলিয়ারি এলাকায় কয়লা, লোহা, বালি পাচারের কারবার বন্ধ রেখেছিল মাফিয়ারা। আর ভোট পর্ব মিটতেই ভোটের ফল প্রকাশের আগেই ধীরে ধীরে সেই চোরা কারবারে ফের সক্রিয় হচ্ছে কারবারিরা। বুধবার সেই চোরা কারবারের দুই গোষ্ঠীর মধ্যেই আচমকায় শুরু হয় তুমুল সংঘর্ষ। অভিযোগ, অন্ডালের খাসকাজোড়া এলাকার একটি ইটভাটার দখলদারি নিয়ে দুপক্ষের মধ্যে এদিন শুরু হয় সংঘর্ষ। অভিযোগ উঠেছে, এলাকার ইটভাটা ও ডিও-র সঙ্গে যুক্ত তৃণমূল নেতা মনোজ নুনিয়া এবং স্থানীয় বিজেপি কর্মী বিদ্যুৎ নুনিয়ার গোষ্ঠীর মধ্যে শুরু হয় গুলি ও বোমাবাজি। স্থানীয় তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতিরা আচমকায় তাদের ওপরে বোমা ও বন্দুক নিয়ে চড়াও হয়। শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বোমাবাজি ও গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়া ওই ইটভাটার মালিক, তার সঙ্গে অংশীদারী ব্যবসায় যুক্ত ছিলেন স্থানীয় তৃণমূলের জেলা পরিষদের নেতা বিষ্ণুদেব নুনিয়ার ভাই মনোজ নুনিয়া। কিন্তু ইটভাটার হিসেব নিকেশ নিয়ে দুজনের মনোমালিন্যের জেরে এই সংঘর্ষ। ঘটনার পর থেকেই পলাতক বিদ্যুৎ নুনিয়া। বোমাবাজি ও গুলি চলার খবর পেতেই অন্ডাল থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু বালতি তাজা বোমা। রাত পোহালেই লোকসভা ভোটের ফল ঘোষণা, তার আগেই অন্ডাল কোলিয়ারি এলাকায় দুই রাজনৈতিক দলের লোকেদের মধ্যে সংঘর্ষ চিন্তায় রাখছে পুলিশ প্রশাসনকে। বৃহস্পতিবার ভোটের ফল ঘোষণার পর ফের সংঘর্ষ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাও রয়েছে।