নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুভক্ষন। পূর্বনির্ধারিত দিনক্ষন মেনে মঙ্গলবার অর্থাৎ ২৫শে জুন থেকে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে প্রথমবারের জন্য স্বপ্ননগরী মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল স্পাইসজেটের বিমান। সেইসঙ্গে সমস্ত বাধা এবং দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল অন্ডাল থেকে মুম্বাই পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা। কাজী নজরুল বিমানবন্দরের তরফে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ০৫ নাগাদ মুম্বাই থেকে স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমান অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেই বিমানটিই যাত্রী নিয়ে ফের ১০টা ৪৫ মিনিটে কাজী নজরুল বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার স্পাইসজেটের বিমানটি অন্ডালের মাটই ছোঁয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দুর্গাপুর-মুম্বাই সরাসরি বিমান পরিষেবা। সংস্থা সূত্রে জানা গেছে সরাসরি মুম্বাই যাওয়ার জন্য যাত্রীদের ভাড়া বাবদ ৪ হাজার টাকা মতো খরচ হবে। দুর্গাপুর-মুম্বাই ছাড়াও বর্তমানে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে অন্ডাল বিমানবন্দর থেকে অন্ডাল-দিল্লি এবং অন্ডাল-হায়দরাবাদ বিমান পরিষেবা চালু রয়েছে। খুব দ্রুত অন্ডাল-চেন্নাই রুটেও বিমান পরিষেবা চালু করার কথা ভাবছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে যাই হোক না কেন, স্বপ্ননগরী মুম্মাইয়ের সঙ্গে দুর্গাপুর সরাসরি বিমান পরিষেবার মাধ্যমে যুক্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত জেলাবাসী।