eaibanglai
Homeএই বাংলায়বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ব্লক অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ব্লক অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : বর্ষা আসতেই খানা-খন্দে ভরে গিয়েছে একমাত্র চলাচলের রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি । আর তাই অবশেষে বেহাল রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিবাদের পাশাপাশি ব্লক অফিসের সামনের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশে অংশ নিলেন বাঁকুড়ার পাত্রসায়র এলাকার ছাত্র ছাত্রী ও গ্রামবাসীরা। এই মুহূর্তে তাদের একটাই দাবী পদুয়া থেকে পাত্রসায়র এই সাড়ে চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পরেছে, অতি শীঘ্র তা সংস্কার করতে হবে। কেননা বর্ষা আসলে যাতায়াত করতে সমস্যা হয়ে । এই পরিস্থিতিতে লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুশিয়ারি দেন ।এক আন্দোলনকারী প্রিয় গোপাল চ্যাটার্জ্জী বলেন, এই রাস্তা দিয়ে পদুয়া, জামকুড়া, মজুরডিহি, কলাইডাঙ্গা, বীরসিংহ, বাগানপাড়া সহ বেশ কিছু গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল । বেহাল রাস্তার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা । বিশেষ করে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রাতের অন্ধকারে । কার্তিক কুমার ব্যানার্জ্জী বলেন, এমন অবস্থাও হয়েছে ঐ রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে । ফলে ঐ অংশটি অতিশীঘ্র মেরামতির প্রয়োজন আছে বলে তিনি জানান। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরভ ঘোষ বলেন, রাস্তার যা অবস্থা তাতে সঠিক সময়ে বাড়ি থেকে বরিয়েও স্কুলে পৌঁছাতে দেরী হয়ে যায় । এক এক দিন এমন অবস্থা হয় স্কুলে না গিয়ে বাড়ি ফিরে আসতে হয়। তাই এলাকার মানুষের সঙ্গে তারা স্কূল পড়ুয়ারাও এই আন্দোলনে সামিল হয়েছে বলে সে জানায়।এবিষয়ে পাত্রসায়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসুন্য মুখোপাধ্যায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ,রাস্তা খারাপের বিষয়টা আমরা জানি কিন্তু এই মুহুর্ত্তে পঞ্চায়েত সমিতির হাতে কোনো ফান্ড নেই । তিনি আরো বলেন জেলা পরিষদকে জানিয়েছি, খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে । প্রশাসনের আশ্বাস তো পাওয়া গেল তবে কবে এই সমস্যার সমাধান হবে তাতো সময়ই বলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments