সোমনাথ মুখার্জি, অন্ডাল- ফের টোটোর দৌরাত্ম্য। এবার টোটোর ধাক্কায় আহত হল এক নাবালক। ঘটনা অন্ডালের উখরা সিনেমা হল মোড় এলাকার। আহতের নাম শেখ আব্দুল(৭)। জানা গেছে, শুক্রবার বেলা নাগাদ একটি টোটো আচমকায় ওই বালককে ধাক্কা মারলে রাস্তার ওপর ছিটকে পড়ে সে। এরপরেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তা অবরোধের খবর পেয়ে উখরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে জনতার বিক্ষোভের মুখে পড়ে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় অটো এবং টোটো চালকদের দৌরাত্ম্য লাগামছাড়া হয়ে উঠেছে। মূলত এদের দাপটে পথচলতি মানুষদের জীবন সংশয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নির্দিস্ট কোনও রুটের বালাই নেই, আইন ভেঙ্গেই দিনের পর দিন যত্রতত্র টোটো চালকদের দাপটে আজ দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। এলাকাবাসী তথা পঞ্চায়েত সদস্য শংকর শর্মা জানান, যেভাবে টোটো চালকরা আইনের তোয়াক্কা না করেই বেপরোয়া ভাবে টোটো চালাচ্ছে তাতে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবিলম্বে জনবহুল রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং রাস্তায় বাম্পার তৈরির দাবি জানানো হয়েছে। বর্তমানে আহত ওই নাবালককে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুক্ষন রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।