সোমনাথ মুখার্জী, অন্ডাল: অন্ডালের উখরা গ্রামের অদূরে দীর্ঘদিন ধরে ৪২ একর জায়গা জুড়ে বিরাজমান শুকো পুকুর, যদিও পুকুর বলা ভুল এটাকে ঝিল বলা চলে। আজ থেকে প্রায় দশ বছর আগে শীত পড়লেই এই ঝিলেই দেশ বিদেশের থেকে আসতো পরিযায়ী পাখির দল। কিন্তু হটাৎ করে এই শুকো পুকুর নানান অবহেলার কারণে প্রায় একশ শতাংশ বুজে যায়। এই শুকো পুকুর বুঝতে বসায় এলাকার একমাত্র জলের ভরসা শেষ হতে বসে। মাঝে মধ্যে পঞ্চায়েত একটু আধটু পুকুর সংস্কার করলেও, পুনরায় বুঝতে বসে পুকুর। এই ঝিল রূপি পুকুরটি পানা ও নানান আগাছায় পরিপূর্ণ হতে যাওয়ায় স্বাভাবিক ভাবেই পরিযায়ী পাখির দল আসা বন্ধ করে দেয়। যখন পরিযায়ী পাখির দল এই পুকুরে আসত ,তাদের দেখতে এলাকার লোক ছাড়াও আশেপাশের এলাকা থেকেও পাখিপ্রেমীরা দেখতে আসত পরিযায়ী পাখিদের। পাখির দল আসা বন্ধ হতেই হতাশ এলাকাবাসী। দিরদিনের চেষ্টায় শুকো পাড়ার লোকে দের চেষ্টায় পুকুরটির সম্পূর্ণ জল শুন্য করে নতুন ভাবে পুকুরের মাটি খনন করে পুকুরটির পুরনো রূপ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। এলাকার এক প্রবীণ ব্যক্তি মানিক চন্দ্র সিংহ জানান একসময় এই পুকুরে হাজার হাজার পরিযায়ী পাখি আসত ,কিন্তু পুকুর সংস্কারের অভাবে পুকুরটির নষ্ট হতে গিয়েছিল। আজ পাড়ার লোকেদের চেষ্টায় পুকুরটির প্রায় ৯০ শতাংশ নতুন রূপে পরিণত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় পুকুর তো পুণরায় আগের রূপ ফিরে পেয়েছে তবে পুকুরের সৌন্দর্য্যের পরিপূর্ণতা ঘটাতে আসেনি পরিযায়ী পাখির দল। স্থানীয় বাসিন্দা দয়াময় সিংহ দের আসা এবার ময় ত সামনের বছর হয়তো পরিযায়ী পাখিদের দেখতে পাব ।